
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক পাঁচজন পুরুষ, পাঁচজন নারী এবং ১১ জন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই বিকেলে) নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, পুশইনে আটককৃত ব্যক্তিদের এখনো থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। তিনি বলেন, পুশইন করা ব্যক্তিরা রোহিঙ্গা এবং তারা বাংলাদেশের নাগরিক নন। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বাংলাদেশে পুশইন করার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে হাতিপাগার বিজিবি ক্যাম্পের হেফাজতে রাখে।
সূত্রমতে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার হাতিপাগার বিজিবি ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও স্থলবন্দরের সীমান্ত এলাকার ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে এসব রোহিঙ্গাকে পুশইন করে ভারতের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবির টহলদল তাদের আটক করে স্থানীয় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে আটকে রাখে।
আটককৃতরা হলেন: সাব্বির (৪০), শামসুল আলম (৪৩), রোমানা বেগম (২৪), ত্বোহা (৯), নূর তাজোল (৪), রিয়াজ (৪), আরমান (১), রবি খানম (২৪), হাসিনা বেগম (২২), শাহিনা আক্তার (৩), শুকতারা (৪ মাস), সেতারা বেগম (৩৫), বোরহান (৮), হাতেমা বেগম (৪০), নুরুল আবসার (১৭), জিন্নাত আরা (১৫), নুরুল ইসলাম (১৩), সিরাজ (১১), আজিজুল ওসমান (৯), আয়েশা বিবি (৬) এবং একজন বাকপ্রতিবন্ধী।
পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহদি হাসান পিপিএম। এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত এলাকা দিয়ে শিশুসহ ১০ বাংলাদেশি নারী-পুরুষকে পুশইন করেছিল বিএসএফ। তবে এবার তারা এই সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করল।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা ছয়টি পরিবারের সদস্য। তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু ও কাশ্মীরে যায়। সেখানে শ্রমিক হিসেবে হোটেল ও বাসাবাড়িতে কাজ শুরু করে। এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তারা কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে পরিচয় দেয়। পরে ভারতীয় পুলিশ তাদের নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকার ভারতীয় কিল্লাপাড়া বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর