
ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি পর্যটকবাহী স্লিপার বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে এবং সবাই ভিয়েতনামের নাগরিক। এ দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে হা টিন প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাজধানী হানোই থেকে পর্যটন শহর দা নাং যাচ্ছিল। জাতীয় মহাসড়কে চলাকালে বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে সড়কের পাশে থাকা একটি দিক নির্দেশক চিহ্নে আঘাত করে উল্টে যায়।
একজন বেঁচে যাওয়া যাত্রী স্থানীয় সংবাদমাধ্যম ডান ত্রি-কে বলেন, ‘মুহূর্তেই বাসটা উল্টে গেল। আমি সোজা হয়ে বসতেও পারছিলাম না। আমার শরীর ও হাত বিছানার পাশে আঘাত পেয়েছিল।’ তিনি আরও জানান, বাসের সামনের অংশে যারা স্লিপার বাঙ্কে ছিলেন, তাদের অনেকেই ঘটনাস্থলেই মারা যান বা গুরুতর আহত হন।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এ দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।
ভিয়েতনামে মহাসড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা হলেও, এই দুর্ঘটনা দেশটির পর্যটন খাতে উদ্বেগ সৃষ্টি করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
সর্বশেষ খবর