
রাজধানীর উত্তরার সৈয়দপুর এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে ছয়জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. মো. আবু জাফর। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. আবু জাফর বলেন, “যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের মধ্যে ছয়জনের অবস্থা অত্যন্ত গুরুতর। তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আমরা সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিনিয়ত তাদের শারীরিক অবস্থার উন্নতি-অবনতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”
এ সময় ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ নাসির জানান, হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন রোগী বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, “এই ১৫ জন রোগী বাড়ি যাওয়ার মতো সুস্থ। তাদের পর্যায়ক্রমে ছাড়পত্র (রিলিজ) দেয়া হবে। তবে তাদের ফলোআপ চিকিৎসা চলবে।”
ডা. নাসির আরও বলেন, “অগ্নিদগ্ধ রোগীদের ক্ষেত্রে অভিজ্ঞতা বলে, দুর্ঘটনার চার থেকে পাঁচদিন পর তাদের শারীরিক জটিলতা বেড়ে যায়। ইনফেকশন, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। আমরা সেই অনুযায়ী চিকিৎসা প্রস্তুতি রেখেছি।”
তিনি জানান, “এই ধরণের রোগীদের জন্য আন্তর্জাতিক চিকিৎসা মান বজায় রেখে চিকিৎসা কার্যক্রম চলছে। বিভিন্ন দেশের অভিজ্ঞ বার্ন বিশেষজ্ঞদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং তাদের পরামর্শও নিচ্ছি।”
রোগীদের বিদেশে পাঠানো হবে কিনা—এ বিষয়ে ডা. নাসির বলেন, “বর্তমানে যাদের অবস্থা গুরুতর, তাদের শারীরিক পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। ফলে এই মুহূর্তে বিদেশে নেয়া সম্ভব নয়। বিদেশি চিকিৎসকরাও আমাদের চিকিৎসা পদ্ধতির সঙ্গে একমত হয়েছেন। তারা বলেছেন, রোগীদের অবস্থা আরও স্থিতিশীল হলে তবেই বিদেশে পাঠানোর সিদ্ধান্ত বিবেচনা করা যেতে পারে।”
তিনি আরও যোগ করেন, “সবার সহযোগিতায় এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন রোগীরা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর উত্তরার সৈয়দপুর এলাকায় একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা পাইলট ও আশপাশের কয়েকজন পথচারী দগ্ধ ও আহত হন। দগ্ধদের মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর