
বরগুনায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পাওয়ায় পৌর শহরের সড়ক তলিয়ে পানির নিচে। বরগুনা ও দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জলোচ্ছ্বাস ও প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে পড়েছে বরগুনার খেটে খাওয়া মানুষ। বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির ও জোয়ারের পানিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শহরের তুলনামূলকভাবে দোকানপাট কম খোলা দেখা গেছে। জোয়ারের পানি ও বৃষ্টিতে বিভিন্ন মাছের ঘের এবং ফসলি জমি তলিয়ে গিয়েছে। এছাড়াও বরগুনা শহরের ডিকেপি রোড, কলেজ রোড এলাকাসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গিয়েছে। এতে শিক্ষার্থীদের স্কুলে আসতে বিঘ্ন ঘটছে।
বরগুনা জেলার বিষখালী নদীর বেতাগী পয়েন্টে পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার এবং পাথরঘাটা পয়েন্টে ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মূল বরগুনা শহর লাগোয়া বিষখালী পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপরে অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সাগরের নিম্নচাপের প্রভাবে আরও কয়েকদিন এ ধরনের অস্বাভাবিক জোয়ার অব্যাহত থাকতে পারে। স্থানীয় প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর