
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস- ২০২৫ এর সকল কর্মসূচি বয়কট করে মানববন্ধন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার সকাল ১০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন ৩-এর সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণে ডিপিপির অনুমোদন ও বাস্তবায়নে বিলম্ব হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, আজ প্রাণের প্রতিষ্ঠান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটিতে আনন্দ উদযাপন করা কথা থাকলেও তা হচ্ছে না। উল্টো সকলকে ক্যাম্পাস বাস্তবায়নের দাবীতে রাজপথে থাকতে হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ছাড়পত্র, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ছাড়পত্র এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১০০ একর ভূমি ব্যবহারে অনাপত্তি পত্র ডিপিপি’র সঙ্গে সরবরাহ করা সত্ত্বেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি’র অনুমোদন না হওয়ায় নানাবিধ শঙ্কা দেখা দিয়েছে। বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাস না থাকায় শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। আবাসন সংকট, ক্লাস রুম সংকট, ছাত্রীদের হলরুম, খেলাধুলার মাঠসহ নানা সংকট ধুকে ধুকে চলছে শিক্ষাকার্যক্রম। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের জন্য ডিপিপি একনেকে অনুমোদন হচ্ছে না বলে উল্লেখ করে বক্তারা তার বিরুদ্ধে নানা শ্লোগান দেন এবং আগামীকাল মহাসড়ক অবরোধ করা হবে বলে ঘোষনা দেন। আর এ জন্য পরিবেশ উপদেষ্টা দায়ী থাকবেন ঘোষনা দেয়া হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর