
সিরাজগঞ্জের সলঙ্গায় সামাজিক কার্যক্রম পরিচালনাকারী ফেসবুক গ্রুপ 'প্রিয় সলঙ্গার গল্প'-এর একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারে এই আলোচনাসভার আয়োজন করা হয়।
'প্রিয় সলঙ্গার গল্প'-এর সভাপতি কে এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে এবং গ্রুপ অ্যাডমিন শাহ আলমের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকর্মী মামুন বিশ্বাস, শিক্ষক মাসুদ বিন জলিল, মোস্তফা জামান এবং সাংবাদিক শামিম সিরাজী। এছাড়াও সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মীসহ গ্রুপের সদস্যরা বক্তব্য রাখেন।
গ্রুপ অ্যাডমিন শাহ আলম জানান, "সলঙ্গা ও এর আশপাশের মানুষদের গল্প, স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই নতুন প্রজন্ম সলঙ্গাকে জানুক ও ভালোবাসুক।"
রার/সা.এ
সর্বশেষ খবর