
ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলায় বরগুনাবাসীর পাশে দাঁড়িয়েছে ঢাকার শেওড়াপাড়া এলাকার অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড। প্রতিষ্ঠানটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে বরগুনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য ৬০০টি ফ্রি আইভি স্যালাইন সরবরাহ করেছে। অমনিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফিদা হোসেন সিয়ামের এই মহতী উদ্যোগে প্রতিষ্ঠানটির পক্ষে স্যালাইন হস্তান্তর করেন প্রকৌশলী সাঈদ রিমন, যিনি এই মানবিক কাজে বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বিভিন্ন মহলে।
স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে বরগুনা জেনারেল হাসপাতালের পক্ষে স্যালাইন গ্রহণ করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকাহ। এসময় উপস্থিত ছিলেন ডা. মাহবুব হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, পরিবেশ কর্মী আরিফুর রহমান ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
উল্লেখ্য, ডেঙ্গু রোগের ভয়াবহ অবস্থায় পড়ে বরগুনা রেড জোনে পরিণত হয়েছিল। এ পর্যন্ত বরগুনা হাসপাতালের হিসাবে ৬ জন মারা গেলেও বেসরকারি হিসাবে জেলায় মোট ৩৫ জন মারা গেছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর