
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ি এলাকার কালব রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানে ১৩১ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ূন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. আমানুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমানুল্লাহ বলেন, "আমাদের শিক্ষার ওপর আরও বেশি করে গুরুত্ব দিতে হবে। শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না হয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি পরিবর্তিত বিশ্বের সাথে তাল মেলাতে কারিগরি শিক্ষার দিকেও মনোযোগী হতে হবে।"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের দেশের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আশরাফি হাবিবুল্লাহ এবং সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান খান লাভলু।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে সেন্ট মেরিস গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অপ্সরী ক্লারা গমেজ, বোয়ালি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আক্তার বর্ষা, তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের আহম্মেদ ওয়ালী রেজা এবং নরুন উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান আখি।
আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এবং অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, অভিভাবক এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এমন শিক্ষাবান্ধব আয়োজনকে স্বাগত জানিয়েছেন এলাকার সুধীমহল।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর