
হালুয়াঘাটে রবীন্দ্র, নজরুল, পল্লী কবি জসীমউদ্দীন ও সুকান্ত স্মরণে আলোচনা সভা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে হালুয়াঘাট সাধারণ পাঠাগারের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট সাধারণ পাঠাগারের উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক আমজাদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মান বর্দ্ধন পাল, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সাবেক সভাপতি জ্যোতিশ চন্দ্র সরকারসহ আরও অনেকেই। এছাড়াও হালুয়াঘাট সাধারণ পাঠাগারের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর