
একটানা কর্মময় দিনগুলোর মাঝে একটু প্রকৃতির ছোঁয়ায় হারিয়ে যেতে কে না চায়! জীবনের শত ব্যস্ততার মাঝে চাই একটু স্বস্তির নিঃশ্বাস। প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে তাই বেড়িয়ে পড়া পছন্দের কোনো জায়গায় ঘুরতে। সে লক্ষ্যে শুক্রবার (২৫ জুলাই) বর্ষায় হাওরের অথৈ জলরাশি আর সবুজে ঘেরা প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব আয়োজন করে ‘ভাটির স্রোতে স্বপ্ন যাত্রা’র।
এক ঝাঁক নবীন ও প্রবীণ সাংবাদিকদের নিয়ে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মো. আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিনের নেতৃত্বে দিনব্যাপী হাওর দর্শন হয়ে ওঠে জীবনের ক্যানভাসকে রাঙিয়ে নেওয়ার এক বিশেষ উপলক্ষ্য। সেন্ট্রাল প্রেসক্লাবের এই আনন্দ ভ্রমণের নাম দেওয়া হয় ‘ভাটির স্রোতে স্বপ্ন যাত্রা’। শুক্রবার সকালে গৌরাঙ্গ বাজার থেকে সিএনজি করে চামড়া বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। সেখানে পৌঁছে নাস্তা সেরে বড় নৌকায় করে শুরু হয় ‘ভাটির স্রোতে স্বপ্ন যাত্রা’। এই আনন্দ যাত্রায় কেউ করছেন গান, কেউ তুলছেন প্রকৃতির সুন্দর ছবি। আবার নৌকার কোনায় বসে কেউ বা উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। মাঝে মাঝে নৌকা থামিয়ে যে যার মতো করে মোবাইলে ধরে রেখেছেন ‘স্বপ্ন যাত্রা’র বিভিন্ন মুহূর্তকে।
দুপুরের খাবার টেবিলে ছিল হাওরের নানান জাতের সুস্বাদু মাছ, ভর্তা আর বাঙালির প্রিয় গরুর মাংস।
ভুরিভোজনের পর নৌকাতেই শুরু হয় র্যাফেল ড্র। তাতে ছিল বিভিন্ন ধরনের দামি দামি পুরস্কারের সমাহার। ‘ভাটির স্রোতে স্বপ্ন যাত্রা’য় ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন সেন্ট্রাল প্রেসক্লাবের সম্মানসূচক সদস্য দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার নূর মোহাম্মদ ও একাত্তর টেলিভিশনের নিউজ রুম এডিটর (বিজনেস) মো. জাকারিয়া।
হাওর ভ্রমণ শেষে গৌরাঙ্গ বাজারস্থ কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে র্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি মো. আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ অন্যান্য সদস্যরা। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর