
রৌমারীতে নিম্নমানের মাংস বিক্রয় করার অপরাধে আমিনুল ইসলাম (৩৭) নামের এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে, জুয়া খেলার অপরাধে ইউসুফ আলী ওরফে বাদশা মিয়া (৫৫) নামের এক জুয়াড়িকে সাত দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে রৌমারী বাজারের ডিসি রাস্তার ইসলামী ব্যাংকের সামনে মাংস বিক্রেতার দোকানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর নবী এবং উপজেলা ভেটেরিনারি সার্জন রুবেল হোসেন।
অভিযুক্ত মাংস বিক্রেতা আমিনুল ইসলাম রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের বড়াইকাদি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অপর জুয়াড়ি ইউসুফ আলী ওরফে বাদশা মিয়া রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামের দছরুদ্দিনের ছেলে। রৌমারী থানার এসআই শাহনেওয়াজ নতুনবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার জানান, পচা মাংস বিক্রয়ের বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে মাংস বিক্রেতা আমিনুল ইসলামকে পশু জবাই মাংসের মান নিম্নমানের আইন ২০১১-এর ২৪(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে রাস্তার ধার থেকে দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়াও, ইউসুফ আলী ওরফে বাদশাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করা হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর