
টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি ক্লিনিকে টনসিল অপারেশনের সময় ৯ বছর বয়সী তাসরিফা নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাসরিফা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের পাচুটিয়া গ্রামের পারভেজ আহমেদ ও পলি বেগম দম্পতির বড় সন্তান। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, রবিবার (২৭ জুলাই) পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পাঁচ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মুহাম্মদ আলীকে। কমিটির অন্য সদস্যরা হলেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাঃ রাজিব কর্মকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লিটন চন্দ্র সাহা, মেডিকেল অফিসার ডাঃ বাবুল আক্তার এবং স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম বলেন, "বিষয়টি খুবই উদ্বেগজনক। আমরা এটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মির্জাপুর মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দায় এড়াতে মৃত শিশুটিকে অন্যত্র রেফার্ড করার অভিযোগ উঠেছে।
রার/সা.এ
সর্বশেষ খবর