
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে রৌমারী উপজেলার উদ্যোক্তা আব্দুর রাজ্জাক (লন্ডনী) (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার রাত আনুমানিক ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক (লন্ডনী) রৌমারী উপজেলা সদর ইউনিয়নের চরবামনের চর গ্রামের জহির উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে যান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে মুরগির খাদ্য (ফিড) কিনে ব্যাটারিচালিত অটোভ্যানে করে রৌমারী আসার পথে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে ঢাকাগামী ঢাকা মেট্রো-ব-১২১৭৫১ আকশা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর