
ইরানকে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সেই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও সরাসরি হত্যার হুমকি দিয়েছেন তিনি। আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করা এ বক্তব্যে কাটজ বলেন, “খামেনি যদি ইসরায়েলকে হুমকি দিতে থাকেন, তবে আমাদের দীর্ঘ হাত এবার তেহরান পৌঁছাবে—সরাসরি তার (খামেনির) কাছে।”
রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কাটজ বলেন, “খামেনি হচ্ছেন একজন ডিক্টেটর, যিনি ইসরায়েলের ধ্বংস কামনা করেন। এমন একজনকে আর টিকে থাকতে দেয়া যায় না।” তিনি আরও বলেন, “আপনি যদি আমাদের হুমকি দেন, আমরা আপনাকেও আঘাত করব।”
এর আগে গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনব্যাপী সরাসরি সংঘাত হয়। ইসরায়েল সেই সময়ে তেহরান ও ইসফাহানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক বিমান হামলা চালায়। এতে ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন সামরিক ও বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত হন। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালেও সংঘাতের পর মার্কিন মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।
তবে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল পুনরায় ইরানে হামলার সম্ভাবনার ইঙ্গিত দিল। প্রতিরক্ষামন্ত্রী কাটজের বক্তব্য অনুযায়ী, “যদি খামেনি ফের হুমকি দেন, তাহলে ইসরায়েলের হাত আরও দীর্ঘ হবে এবং এবার সেই হাত পৌঁছাবে খামেনির কাছে।” অনেক বিশ্লেষক মনে করছেন, এটি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে ‘টার্গেটেড অ্যাসাসিনেশন’-এর হুমকি।
ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে ইরানের একাধিক উচ্চপর্যায়ের কর্মকর্তার মৃত্যু ও পারমাণবিক স্থাপনায় ধ্বংসের পর ইরান প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। খামেনি নিজেও বলেছেন, “ইসরায়েল এই হামলার জন্য কঠোর মূল্য দেবে।”
কাটজের হুমকি এমন এক সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারো বেড়ে চলেছে। ইসরায়েল বলছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ও ‘সন্ত্রাসবাদে’ মদদ দেওয়া কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করতে চায়—প্রয়োজনে যেকোনো মাত্রার শক্তি প্রয়োগ করে।
এদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েল ও ইরান উভয় পক্ষকে সতর্ক করে বলেছে, সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানের পথ অবলম্বন করতে হবে। ইসরায়েলের হুমকির বিষয়ে এখনো ইরানের সরকারি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তেহরানে কড়াকড়ি নিরাপত্তা ও সামরিক প্রস্তুতি দেখা যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর