
বরগুনা সদর উপজেলায় ‘রূপান্তর সুন্দরবন ইকো প্রকল্পে’র আয়োজনে পলিথিন-প্লাস্টিকের দূষণ প্রতিরোধে ব্যবসায়ী ও বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় এই কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ ইয়াছিন আরাফাত রানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব হেমায়েত উদ্দীন, উপজেলা বন কর্মকর্তা জনাব আক্তারুজ্জামান, বরগুনা এনজিও ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি জনাব জাকির হোসেন মিরাজ, বরগুনা জেলা সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জনাব হাফিজুর রহমান এবং বিজয় টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আসাদ তালুকদার।
কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার ৩০ জন ব্যবসায়ী, যুব ফোরামের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে ৩০ জন ব্যবসায়ীকে ১০০ পিস করে মোট ৩০০০ পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়, যা পলিথিন-প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। সভায় উপস্থিত ব্যবসায়ীরা সাধারণ জনগণকে পলিথিন ও প্লাস্টিকের দূষণ প্রতিরোধে সচেতন করার এবং পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করার অঙ্গীকার করেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর