
নগরকান্দায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের উপজেলার সেরা শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিকে সমাপনী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া।
এসময় বক্তারা বলেন, শিক্ষা শুধু একজন শিক্ষার্থীর জীবন গঠন নয়, বরং একটি সমাজের সামগ্রিক উন্নয়নের সোপান। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে সুষ্ঠু পরিচালনা, দক্ষ শিক্ষক, সচেতন অভিভাবক এবং অদম্য শিক্ষার্থীর ওপর। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান যদি এই ধরনের প্রতিযোগিতামূলক চেতনায় নিজেদের প্রস্তুত করে, তাহলে আগামী প্রজন্ম হবে আরও মেধাবী ও মানবিক।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর