
জামালপুরের সরিষাবাড়ীতে ১৯ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে ১৬ গ্রাম হেরোইনসহ আটক করেছে পুলিশ। সোমবার সকালে পৌরসভার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া মধ্যপাড়া এলাকার ইদ্রিস আলীর পুত্র শিপন মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে জামালপুরে ২টি এবং সরিষাবাড়ী থানায় ১৭টি মামলা রয়েছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নেওয়া হয়। অভিযানে শিপনের নিকট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ জানান, শিপন নামের এক মাদক ব্যবসায়ীকে ১৬ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর