
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াবাদের অর্থনৈতিক অঞ্চল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মানিক ওরফে কালা মানিক (৩৫) নামের এক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে গোয়েন্দা পুলিশ অর্থনৈতিক অঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মানিক ওরফে কালা মানিক উপজেলার চকবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত মানিক ওরফে কালা মানিক দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অঞ্চল এলাকায় বিভিন্ন সাইটের লোকজনের কাছে পিস্তলের ভয় দেখিয়ে চাঁদাবাজি করত। এমন অভিযোগের ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল এলাকায় অভিযান চালিয়ে মানিককে আটক করা হয়। এ সময় মানিকের হেফাজত থেকে একটি পিস্তল, কার্তুজ ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর