
সরকারি ও আধা-সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করতে আগামী বুধবার চার মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, আগামী বুধবার সকাল ১০টায় 'জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি আমলে নিয়ে চাকুরিতে নিয়োগদান' বিষয়ে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সভাপতিত্বে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৫২০) এ সভার আয়োজন করা হয়েছে। সভায় একজন উপযুক্ত প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নয়) প্রেরণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে।
সভার আলোচ্যসূচিতে যা রয়েছে— চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুসারে পে ফিক্সেশনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবশ্যক বিধায় এনআইডির তথ্যাদি আমলে নিয়ে চাকুরিতে নিয়োগদান; চাকুরির ক্ষেত্রে বয়সের প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্রকে সরকারি কর্মচারী নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্তকরণ; এনআইডির তথ্যাদি আমলে না নিয়ে চাকুরিতে নিয়োগকৃত ব্যক্তিদের এনআইডি সংশোধনে জটিলতা ও বিবিধ।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর