
গাজীপুরের কালীগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকের ভয়াবহতা রোধ, যানজট নিরসন এবং চাঁদাবাজি বন্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
সভায় বক্তারা কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, পৌর এলাকার যানজট নিরসন এবং সব ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমনের জন্য সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন জনহিতকর কার্যক্রম গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসলিম উর্মি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ। সভাপতির বক্তব্যে ইউএনও তনিমা আফ্রাদ গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর