
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত সাভারের লামিয়ার সমাধিতে বিমানবাহিনীর প্রধানের পক্ষে উইং কমান্ডার আব্দুল বাসেদের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাভারের বিরুলিয়ার বাগ্নীবাড়ী কেন্দ্রীয় কবরস্থানে নিহত লামিয়ার সমাধিতে সম্মান প্রদর্শন এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিমানবাহিনীর পক্ষ থেকে আসা উইং কমান্ডার আব্দুল বাসেদসহ ইউনিটের অন্যান্য সদস্যরা।
এ সময় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি, বীর উত্তম এ কে খন্দকারের উইং কমান্ডার আব্দুল বাসেদ বলেন, "আমি বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে মরহুমা লামিয়া আক্তার সোনিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের জন্য বিরুলিয়ার বাগনিবাড়ি আক্রান এলাকায় এসেছি। সবাই জানেন, গত ২১ জুলাই মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় বেশ কিছু কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষিকা, স্কুলের স্টাফ, পাইলটসহ শাহাদাত বরণ করেছেন।"
তিনি বলেন, "আমরা অত্যন্ত দুঃখভারাক্রান্ত। এরকম দুর্ঘটনা কখনো বাংলাদেশ বিমানবাহিনীর ইতিহাসে ঘটেনি। দুর্ঘটনা কোনো অধীনস্থ ব্যাপার নয়, দুর্ঘটনা দুর্ঘটনাই। সেই দুর্ঘটনার প্রতিটি কারণ অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের বেশ কয়েকটি তদন্ত প্রক্রিয়া চলমান আছে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে একটাই বার্তা, যে আমরা বিমানবাহিনীর মানুষ সবাই আমরা দেশের মানুষ। আমরা দেশের স্বার্থে, দেশের জন্যই কাজ করি। যদিও কোনো না কোনো দুর্ঘটনায় এরকম অবস্থা হয়েছে, সেটার জন্য আমরা সর্বোপরি যত ধরনের সহযোগিতা, সেবা বা অন্য যেকোনো কিছু সম্ভব সেটা আমরা করতে সচেষ্ট, বদ্ধপরিকর। আপনারা জানেন, স্কুলের বিভিন্ন বাচ্চাদের কাউন্সেলিংয়ের জন্য পুনর্বাসন টিম, মেডিকেল টিম এবং এই শোককে কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন কাউন্সেলিং, বিশেষজ্ঞদের যে সকল সহায়তা সব কিছুর জন্য বিমানবাহিনীর জরুরি ২৪/৭ ঘণ্টার সেবা সেল চালু রাখা হয়েছে। আপনাদের যেকোনো প্রয়োজনে সেসব সেলের মাধ্যমে বিমানবাহিনীর সেবা নিতে পারেন।"
এ সময় নিহত লামিয়ার পরিবার ও বিমানবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর