
ফরিদপুরের নগরকান্দায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় র্যাব-১০ এর অভিযানকালে দুইপক্ষকে আটক করেছেন স্থানীয়রা। এ সময় তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার জয়বাংলা মোড়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
আটক ভুয়া র্যাব সদস্যরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের স্বপন খান (৪৫), চাঁদপুর সদরের মদনা গ্রামের মিন্টু গাজী (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুনসিবাড়ি গ্রামের মো. সাইফুল ইসলাম (৩০), মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর এলাকার মো. জামিল (৩২) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের দিদার (২৯)।
তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
জানা গেছে, আসামিরা মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে প্রাইভেটকারে করে র্যাবের ভুয়া পরিচয়ে এলাকায় প্রবেশ করে। র্যাব পরিচয়ে তারা দুই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও স্বর্ণ ডাকাতির চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি দল তাদের ধাওয়া করলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে স্থানীয়রা গাড়ি আটকে গণপিটুনি দেন। এরপর স্থানীয়রা ভুয়া র্যাব এবং আসল র্যাব সদস্যদের ঘিরে রেখে থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ সবাইকে থানায় নিয়ে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১০ এর সদস্যরা আটকদের নিয়ে মুন্সীগঞ্জে ফিরে যান।
এ বিষয়ে নগরকান্দা থানার ওসি আমিরুল ইসলাম বলেন, জনতার হাত থেকে আসল ও ভুয়া র্যাব সদস্যদের উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে আসা হয়। রাত সাড়ে ৮টার দিকে তাদের নিয়ে ফরিদপুর র্যাব ক্যাম্পের সদস্যরা মুন্সীগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশে রওনা হন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর