
রাশিয়ার সাখালিন অঞ্চলের উত্তর কুরিল দ্বীপপুঞ্জে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর আঞ্চলিক জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে এবং উপকূলীয় এলাকায় সতর্কতা জারি রেখেছে।
বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কামচাটকা উপদ্বীপের কাছাকাছি ও প্রশান্ত মহাসাগরের নিচে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
প্রাকৃতিক দুর্যোগের পর সাখালিন অঞ্চলের বন্দরনগরী সেভেরো-কুরিলস্কে কমপক্ষে তিনটি বড় সুনামি ঢেউ আছড়ে পড়ে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং শহরের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর নিশ্চিত হওয়া যায়নি তবে বেশ কিছু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
এদিকে রাশিয়ার বিপর্যয় মোকাবিলা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্প ও সুনামির কারণে পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং উপকূলীয় এলাকাগুলোতে অনির্দিষ্টকালের জন্য জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মাত্রা ও সুনামির প্রাবল্য থেকে বোঝা যাচ্ছে যে, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী ভূ-প্রকৃতির ঘটনা। ভূকম্পনের পর বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দুর্গত এলাকাগুলোতে দ্রুত সহায়তা পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে এবং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছে।
ভবিষ্যতে আরও সুনামি ঢেউ আঘাত হানতে পারে এমন আশঙ্কায় উপকূলীয় জনগণকে উচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে।
সর্বশেষ খবর