
নাগেশ্বরী কালীগঞ্জ ইউনিয়নের কাপালীপাড়ায় ঘরের মেঝের ইঁদুরের গর্তে লুকিয়ে থাকা সাপকে ধরতে গিয়ে সে সাপের বিষাক্ত ছোবলেই প্রাণ গেছে সাপুড়ে বয়েজ উদ্দিনের। তবে মৃত্যুর আগে সাপটিকে বস্তাবন্দি করতে সক্ষম হন মৃত সাপুড়ে বয়েজ উদ্দিন।
এ সংবাদ শুনে দ্রুত মৃত সাপুড়ের বাসায় ছুটে আসেন আর এক সাপুড়ে মোজাহার আলী। এসে তিনিও হাসপাতাল ফেরত সাপুড়ে বয়েজ উদ্দিনকে দেখে তার পরিবারকে মৃত বলে অবহিত করেন। এর এক পর্যায়ে তিনি বস্তাবন্দি সাপ ও সাপের বাচ্চাগলোকে নিয়ে চলে আসতে থাকেন। পথিমধ্যে কচাকাটার গাবতলা বাজারে পৌঁছলে এলাকাবাসী সাপটিকে দেখতে চান।
উল্লেখ্য যে- সাপুড়ে মোজাহার আলী প্রায় দুইযগ থেকে ভাতের পাশাপাশি জীবন্ত পোকামাকড় সাপ ব্যাঙ্গ ইত্যাদি খেয়ে বেঁচে থাকেন। এর সূত্র ধরে মজাহার আলীকে ভারাক্রান্ত হৃদয়ে রাগে ক্ষোভে বয়েজ উদ্দিনকে ছোবল মারা বিষধর সাপটিকেও জীবন্ত খাওয়া অনুরোধ করে এলাকাবাসী। তাদের কথা ধরে সাপ খেকো সাপুড়ে মজাহার আলী গাবতলা বাজারে সহস্রাধিক মানুষের সামনে বয়েজ উদ্দিনকে ছোবল দিয়ে প্রাণ কেড়ে নেয়া বিষধর জীবন্ত সাপটিকে কামড়িয়ে চিবিয়ে তার রক্ত বিষ পান করে আস্ত সাপটিকে খেয়ে ফেলেন।
অপরদিকে মৃত সাপুড়ে বয়েজ উদ্দিনকে দাফনের আগেই যেন মৃত্যুর বদলে মৃত্যুর প্রতিশোধ নেয়ায় সাপখেকো মজাহার আলীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাবাসী।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর