
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মসজিদের বিদ্যুৎ বিল মওকুফের দাবি জানিয়েছেন গজরা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মো. আরিফুল ইসলাম বাবু।
মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত এক আবেদনে এই দাবি জানান তিনি।
আবেদনে তিনি লিখেন- মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি একটি নৈতিক ও মানবিক শিক্ষাকেন্দ্র। অথচ সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক বিলসহ অন্যান্য খরচ বহন করতে গিয়ে অনেক মসজিদ কমিটি চরম সংকটে পড়েছে। তাই মসজিদ পরিচালনায় সুবিধার্থে বিদ্যুৎ বিল মাফ করা অত্যন্ত জরুরি।
গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুর এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় মুসল্লি, সাধারণ মানুষ ও বিভিন্ন ধর্মপ্রাণ নাগরিকেরা ফেসবুকে পোস্ট শেয়ার করে তার প্রশংসা করছেন।
এ বিষয়ে আরিফুল ইসলাম বাবু বলেন, আমি বিশ্বাস করি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের আত্মিক ভিত্তি। বিদ্যুৎ বিলের বোঝা কমানো গেলে এসব প্রতিষ্ঠান আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি কারও উপকারে আসে, সেটাই আমার প্রাপ্তি।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর