
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে হামলা হয়েছে। বুধবার (৩০ জুলাই) এই ঘটনায় আসিফ মাহমুদের সমর্থক এক ইউপি সদস্য, সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেলে সদরের মুরাদনগর চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে সমবেত হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট-পাটকেল ছোড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়।
আহত ইউপি সদস্য শেখর বলেন, "আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই সমাবেশ লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এ সময় আমার মাথা ফেটে যায়।"
মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক অভিযোগ করেন, "বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর আমাদের লক্ষ্য করে শত শত ইট-পাটকেল ছোড়া হয়। এতে আমাদের অর্ধশতাধিক সমর্থক আহত হয়।"
মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, "মুরাদনগর সদরে এনসিপির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থানকৃত কিছু লোক বিনা উসকানিতে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে।"
তিনি আরও জানান, এনসিপির সমর্থকদের আহতের বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং এই হামলার ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর