
বরিশাল সদর উপজেলার তালতলী ব্রিজের ঢালে একটি রেস্টুরেন্টে জেলে ও মান্থা সম্প্রদায়ের নারীদের জন্য ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এই সভায় মান্থা ও জেলে নারীদের মূল সামাজিক, অর্থনৈতিক, আইনি এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা ও সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়।
চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিপোর্ট একাত্তর ডটকমের প্রকাশক সাইদুর রহমান পান্থ। 'এনহ্যান্সিং ইনফরমেশন অ্যান্ড ইনক্লুশন অ্যাব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্য মান্থা কমিউনিটি' প্রকল্পের আওতায় ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল ১৯-এর সহযোগিতায় ও ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, রিপোর্ট৭১ডটকম এবং সামাজিক উন্নয়ন সংস্থা।
সভায় কনসালট্যান্ট হিসেবে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বরিশালের সহ-সমন্বয়কারী নাইমুর রহমান দূর্জয়, প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস, চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান সমন্বয়কারী মো. আলী জীবন এবং রিপোর্ট একাত্তর ডটকমের লিড কনটেন্ট গৌরব কর্মকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইটিভির ব্যুরো চিফ পারভেজ রাসেল, জাগো নিউজের ব্যুরো চিফ শাওন খান, বাংলা টিভির ব্যুরো চিফ নাজমুল রিপন, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি ফাহিম ফিরোজ, রিপোর্ট একাত্তর ডটকমের রিপোর্টার জয় চন্দ্র শিল প্রমুখ।
সভা থেকে মান্থা নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃতি দাবি জানান। পাশাপাশি তারা ভিজিএফ/ভিজিডি কার্ড, বিধবা ভাতা বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবি করেন। তারা বলেন, "আমাদের জীবিকার নিরাপত্তা চাই।" তারা আরও উল্লেখ করেন যে, মৌসুমী নিষেধাজ্ঞা, ঝড় বা নদী ভাঙন তাদের আয়ের ওপর প্রভাব ফেলে। তাই তারা বিকল্প পেশার দাবিও জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর