
মৌলভীবাজার জেলার জুড়ীতে সেফটিক ট্যাংক থেকে মানিব্যাগ তুলতে গিয়ে সুহেল আহমদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত সুহেলের ছোট ভাই ইমন উদ্দিন (২৫) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি বুধবার রাতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলার ডোমাবাড়ী গ্রামে ঘটেছে। নিহত সুহেল আহমদ ডোমাবাড়ী গ্রামের মজমিল আলীর বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে টয়লেটে যান সুহেল। তাঁর কোমরে লুঙ্গিতে গুঁজে রাখা মানিব্যাগ কমোডের ফাঁক দিয়ে সেফটিক ট্যাংকে পড়ে যায়। পরে মানিব্যাগটি তুলতে ট্যাংকে নামেন তিনি। অনেকক্ষণ হয়ে গেলেও সুহেল না ওঠায় খোঁজ নিতে ট্যাংকে নামেন ছোট ভাই ইমন। এরপর তাঁদের আর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে রাত ৯টার দিকে জুড়ীর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের কর্মীরা মই ব্যবহার করে ট্যাংকে নেমে দুই ভাইকে উদ্ধার করেন। পরে তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুহেল আহমদকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ইমন উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শামীম আহমদ বলেন, দুই ভাই ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা অসিত রঞ্জন দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই সুহেল আহমদ মারা যান। ইমন আহমদকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর