
গত পঞ্জিকা বছরে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি আয় করেছে এক কোটি সাঁইত্রিশ লক্ষ চুরানব্বই হাজার তিনশো চুয়াল্লিশ টাকা। এর বিপরীতে দলটি ব্যয় করেছে এক কোটি ছত্রিশ লক্ষ সতেরো হাজার দুইশো একত্রিশ টাকা। এর ফলে দলটির আয়-ব্যয় প্রায় সমান।
বৃহস্পতিবার এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে আয়-ব্যয়ের হিসাব জমা দেন।
ইসি সচিব আখতার আহমদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, গত পঞ্জিকা বছরে তাদের আয় হয়েছে এক কোটি সাঁইত্রিশ লক্ষ চুরানব্বই হাজার তিনশো চুয়াল্লিশ টাকা। আর ব্যয় হয়েছে এক কোটি ছত্রিশ লক্ষ সতেরো হাজার দুইশো একত্রিশ টাকা। বাকিটা উদ্বৃত্ত আছে।
ইসিকে দেওয়া হিসাব থেকে জানা গেছে, দলটির আয়ের খাত দুটি— চাঁদা আদায় ও অনুদান গ্রহণ। আর ব্যয় হয়েছে প্রচার, প্রকাশনা, সংবাদ সম্মেলন আয়োজন, যাতায়াত, অফিস স্টেশনারি, অনুদান, শীতবস্ত্র বিতরণ, বন্যা সহায়তা, ভ্রমণ ব্যয়, মামলা পরিচালনা, জাতীয় কাউন্সিল, অফিস মেরামত ও রক্ষণাবেক্ষণ, অফিস ভাড়া, গাড়ি রক্ষণাবেক্ষণ, ইফতার মাহফিল, ঈদ উপহার, চিকিৎসা, নিবন্ধন প্রভৃতি খাতে।
নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে ইসির কাছে জমা দিতে হয়। পরপর কোনো দল তিন বছর এ হিসাব না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান আছে আইনে।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর