নাটোরের সিংড়ার চলনবিলের প্রত্যন্ত অঞ্চল থেকে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ইটালী ও ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি রাস্তার পার্শ্বে ধানের জমি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর খবরে পুলিশ সন্ধ্যায় ইটালী ইউনিয়নের ইটালী ও ইন্দ্রাশন গ্রামের মাঝামাঝি পাজাগাড়ীর এক ধানের জমি থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, মৃতের মুখে ও গলায় গেঞ্জি কাপড় দিয়ে শক্ত অবস্থায় বাঁধা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে মৃতের পরিচয় শনাক্ত করার কাজ চলমান আছে এবং কারা তাকে হত্যা করেছে তদন্ত করে বের করা হবে।
সর্বশেষ খবর