
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম
(এসইডিপি) এর আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগে
আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আলীনূর খান। উপজেলা
একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর এ.কে.এম আলিফ উল্লাহ আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, ধারা ডিগ্রি কলেজের
অধ্যক্ষ মো.তৌফিকুর রহমান,ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাছ উদ্দিন খান, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলমত প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কলেজ থেকে আগত প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।এসএসসি পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত প্রতিটি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে মোট ৩০ জন কৃতি শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনে উত্তম ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর