
শিক্ষার্থীদের মাঝে মেধা ও সৃজনশীলতা বিকাশে সিরাজগঞ্জের সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো "জুলাই পুনর্জাগরণ উৎসব "। বৃহস্পতিবার দিনব্যাপী উৎসবটি নানা আয়োজনে ছিল প্রাণবন্ত।
উৎসবের শুরুতেই অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, সংগীত, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহসিন রেজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, উপজেলা আইসিটি অফিসার ইঞ্জিনিয়ার মোঃ মোহায়মেনু, বিএডিসি সহকারী প্রকৌশলী আনন্দ বর্মন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ফ.ম জহুরুল ইসলাম।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এমন আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর