
ময়মনসিংহের হালুয়াঘাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন আশিক মাহমুদ নামে এক ভুক্তভোগী। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের একটি অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্যে আশিক মাহমুদ বলেন, গত ২৬ জুন ২০২৫ ইং হালুয়াঘাট থানায় পূর্ব সমনিয়াপাড়া এলাকার মৃত হাজী হাফেজ আলীর পুত্র মো. গোলাম হোসেন বাদী হয়ে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে জড়িয়ে ৪ নং আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
মামলা নং ২৫। মামলায় যে বিষয়গুলো দেওয়া হয়েছে তার সাথে আমি কোনভাবেই জড়িত নই। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ঐ মামলায় জড়ানো হয়েছে। একটি চক্র দীর্ঘদিন যাবৎ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একেক সময় একেক ইস্যু তৈরি করে আমার
বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ছিল। চলতি বছরের ১৭ ই জুন আমার মা আকস্মিক মৃত্যু বরণ করেন। আমি ও আমার পরিবার তখন মায়ের মৃত্যুর শোকে শোকাহত। আর এই চক্রটি বাদীপক্ষের সাথে মিলে সে সময় শোকাহতের দুর্বলতা নিয়ে এই মিথ্যা মামলায় জড়িয়ে
অমানবিক কাজ করেন। এর জন্য আমি এবং আমার পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি জুলাই গণ অভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী হিসেবে এই মামলা প্রত্যাহার চাই এবং সুধী মহলের কাছে সাহায্য প্রার্থনা করি। তিনি আরো বলেন, মিথ্যা মামলায় আমাকে জড়ানোয়, এর প্রতিবাদ ও নিন্দা জানান বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতৃবৃন্দ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর