
আওয়ামী লীগের কোনো দোসর যাতে আমাদের সাথে মিশে ধানের শীষের ঐক্য বিনষ্ট করতে না পারে, সে দিকে আমাদের সজাগ থাকতে হবে। নতুন সদস্য ফরম তারাই পূরণ করবে, যারা বিগত দিনে আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করে দলের প্রতি নিবেদিত ছিল। প্রথমত তাদেরই সদস্য হওয়ার অধিকার। দ্বিতীয় পর্যায়ে, যারা বিগত সময়ে আওয়ামী লীগের কোনো মিছিল-মিটিংয়ে যায়নি, আমাদের মিছিলেও আসেনি, তবে মনে প্রাণে আমাদের জন্য দোয়া করছে, এমন অসংখ্য মানুষ আছে, তাদের দিয়েও এই সদস্য ফরম পূরণ করা যাবে। বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে থেকে আমাদের নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করেছে, তারা যেন কোনোভাবেই এই সদস্য ফরম পূরণ করতে না পারে, সে দিকে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিগত দিনে যারা অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে মিতুল বাহিনীর ক্যাডার ছিল, তাদের দলীয় শেলটার দিয়ে এলাকায় নানাভাবে মারামারি করানো হচ্ছে। পাংশার পাট্টায় পাট্টা হাইস্কুলের পাশে এক প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করা হয়েছে, ভয় দেখিয়ে তাকে এলাকা ছাড়া করা হয়েছে। পাট্টায় মুরাদ বিশ্বাস বিগত বিএনপির আমলে কী করেছে, তা স্থানীয়দের জানা রয়েছে। মুরাদ বিশ্বাস ওসি মিজান হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছিল, সম্পদের জন্য শ্বশুরবাড়িতে বউয়ের ভাইকে মেরে ফেলেছে। বর্তমানে সেই মুরাদ বিশ্বাস এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দলের নাম ব্যবহার করে। এসব থেকে বের না হলে দলের বদনাম হবে।
আগামীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে কাজ করতে হবে। ধানের শীষের দাওয়াত জনগণের মধ্যে পৌঁছে দিতে হবে। দলের নাম ভাঙিয়ে কোনো প্রকার অপকর্ম করা যাবে না। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের রোডম্যাপ ও তারিখ ঘোষণা করবেন। আজ এই প্রোগ্রামের মাধ্যমে দাবি জানাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের জনগণের দাবি নির্বাচনের তারিখ ঘোষণা করুন। জাতি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।
পাংশা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হারুন অর রশীদ।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু’র সঞ্চালনায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন, পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমান, পাংশা উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন প্রমুখ। এ সময় পাংশা উপজেলা ও পৌর শাখার সকল ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর