
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাগেরহাট জেলা মহিলা দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (০১ আগস্ট) সকালে বাগেরহাট বাস স্ট্যান্ড এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারের নেতৃত্বে এ সময় জেলা মহিলা দলের সহ-সভাপতি মমতাজ মেরি, পৌর মহিলা দলনেত্রী তাসলিমা বেগম, ফারজানা কুলসুম, ফাতেমা পান্না, সেলিনা বেগম, লুচি বেগম, রিজিয়া বেগম, সেলিমা বেগম, রিজিয়া বেগম, অন্তর, লাইলী, নাসরিন, শিরিন, শাহিনাসহ বাগেরহাট জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাগেরহাট বাস স্ট্যান্ড এলাকার আইল্যান্ড ও গোলচত্বরসহ রাস্তার পাশে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।
বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা জেলা মহিলা দলের নেতৃবৃন্দ বাগেরহাট বাস স্ট্যান্ড এলাকায় বৃক্ষ রোপণ করেছি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তিনি বাগেরহাটের সকল শ্রেণীর মানুষকে বৃক্ষরোপণ করার আহ্বান জানান। পাশাপাশি বাগেরহাট জেলা মহিলা দল আগামীতেও এ কর্মসূচি চলমান রাখবে বলে জানান তিনি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর