
পাবনা প্রতিনিধি পাবনার চাটমোহর উপজেলা সদর থেকে হান্ডিয়াল-হামকুড়িয়া ১২ কিলোমিটার আঞ্চলিক সড়কের সংস্কারের দাবিতে সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম সহ এলাকার মানুষ এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
শনিবার (২ আগষ্ট) সকাল ১০টায় 'চেতনায় হান্ডিয়াল' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আঞ্চলিক এই সড়কের ৯টি স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
'চেতনায় হান্ডিয়াল' সংগঠনের আহবায়ক কে এম বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে চাটমোহর উপজেলার জার্দিস মোড়, নিমাইচড়া, হান্ডিয়াল, বাঘলবাড়ী সহ একযোগে মোট ৯টি পয়েন্টে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, বহুদিন ধরে সংস্কার কাজ শুরু হলেও তা ঝুলে আছে। পড়ে আছে অযত্ন অবহেলায়। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, বৃষ্টির জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলোর কারণে পথচারী ও যানবাহন চলাচল চরম দুর্ভোগে পড়ছে। স্কুল-কলেজ গামী শিক্ষার্থী, রোগী পরিবহন ও সাধারণ যাত্রীদের জন্য সড়কটি বিপজ্জনক হয়ে উঠেছে। ১২ কিলোমিটার সড়কে প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ সংস্কারের কাজ জুলাই ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ এই ৮ মাস সময়সীমা থাকলেও আরো ৮ মাস অতিবাহীত হলেও ১০% কাজ না করেই লাপাত্তা টিকাদার।
মানববন্ধনে এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার চেয়ে বক্তব্য রাখেন, পাবনা-৩ এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কে, এম আনোয়ারুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য ও পাবনা-৩ এমপি প্রার্থী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামীর আমির হান্ডিয়াল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওঃ মোঃ হাবিবুর রহমান, চেতনায় হান্ডিয়ালের সদস্য মানববন্ধনের আহবায়ক সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কে এম জাকির হোসেন, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান, এম এ সামাদ বিএম কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম হেলাল, মুনিয়াদিঘী কৃষি কলেজের পরিচালক মোঃ রফিকুল ইসলাম রনি, আশরাফুল আলম মাস্টার, সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম বকুল, প্রভাষক নাজিম উদ্দিন, বিএনপি নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত সংস্কার কাজ শুরু করার আহ্বান জানান এবং আগামী এক মাসের মধ্যে সড়ক উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, চেতনায় হান্ডিয়াল এর সদস্য প্রভাষক জাকির হোসেন।
আব্দুল লতিফ রঞ্জু, পাবনা ০২-০৮-২০২৫ ০১৭১০৭২৪৭৭১
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর