
বিষধর সাপের কামড়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাগলাবাজার এলাকার কহিনুর বেগম রানু (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, কহিনুর বেগমকে রোববার সকাল ৭টা ২০ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কহিনুর বেগম পাঁচবিবি উপজেলার চিরতা পাগলাবাজার এলাকার ফেরদৌস আলমের স্ত্রী। প্রতিবেশীরা জানান, শনিবার রাতে বিছানাতেই বিষধর সাপ কামড় দিলে চিৎকার করে ওঠেন কহিনুর। রাতেই স্থানীয়ভাবে কবিরাজ দেখানো হয়। এতে অবস্থার অবনতি হলে প্রথমে পাঁচবিবি উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর