
বরগুনা জেলার "কৃষি সমস্যা ও সম্ভাব্য সমাধান" বিষয়ক কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ২ ঘটিকায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
অধিদপ্তর বরগুনার পরিচালক ও উপ-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশিদ খান, পিএসসি।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, সকল উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি উপ-প্রকৌশলীগণ এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি হাফিজুর রহমান। বক্তব্যে তিনি কর্নেল হারুনুর রশিদ খানের পরিচিতি উপস্থাপন করেন এবং বরগুনা জেলার কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর