
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পিএইচডি ফেলোশিপ চালু হওয়া শিক্ষার্থীদের জন্য আবাসনের সংকট থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
রোববার (৩ আগস্ট) বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে রিসার্চ সেলের আয়োজনে পিএইচডি ফেলোশিপ, প্রকাশনা প্রণোদনা এবং শিক্ষক-শিক্ষার্থী যৌথ গবেষণার (মাস্টার্স) অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
উপাচার্য বলেন, “আমাদের আবাসনের সংকট থাকলেও আমরা প্রতিটি পিএইচডি শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা করবো। পিএইচডিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে মানসম্মত ডিগ্রি অর্জন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান আদান-প্রদান নয়, বরং নতুন জ্ঞান সৃষ্টির স্থান। যত বেশি গবেষণা ও প্রয়োগী জ্ঞান তৈরি হবে, ততই মানুষের কল্যাণে তা কাজে লাগানো যাবে। প্রকাশনা প্রণোদনার মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করতে চাই যাতে তারা ভালো মানের গবেষণা করতে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিনগণসহ অন্যান্য শিক্ষক ও ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে নোবিপ্রবির ‘এনএসটিইউ জার্নাল অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড এডুকেশন (এনজেএএসই)’ জার্নালের উদ্বোধন করা হয়। শেষে উপাচার্য প্রকাশনা প্রণোদনা ও গবেষণা অনুদানের চেক বিতরণ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর