
সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ মাছ ধরার নিষিদ্ধ জাল ও প্লাস্টিকের চাই জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
রবিবার দুপুরে উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা এলাকায় জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
এসময় প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ২ হাজার প্লাস্টিকের চাই (বোতল) জব্দ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। আরও জানা গেছে, অভিযানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর