
বরগুনায় সড়কে পুলিশ নৌবাহিনী যৌথ অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত বরগুনা বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গৌরীচন্না কলেজ মোড় এলাকায় নৌবাহিনীর লেঃ সাদমান আব্দুল্লাহ এর নেতৃত্বে ও সদর থানা ট্রাফিক পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করে।
চেকপোস্ট চলাকালীন ট্রাক, প্রাইভেটকার, সিএনজি ও মটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।
উল্লেখ্য, চেকপোস্ট চলাকালীন সময়ে ৭৫ টি মোটরসাইকেল,১০টি সিএনজি, দশটি প্রাইভেট কার , ৩ ট্রাক ও ৩ বাস চেক করা হয়।
এর মধ্যে ১০ টি মোটরসাইকেল এর হেলমেট ও নথিপত্র সঠিক না থাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট কর্তৃক বিভিন্ন হারে মোট ৫৫,০০০ টাকা জরিমানা( অনলাইন মামলা) করে।
চেকপোস্ট চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি এবং এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর