
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস ঘিরে নাশকতার আশঙ্কায় সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২১ নেতা-কর্মী রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, একটি মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, শুধুমাত্র ঢাকায় ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে ১৬ জনকে, বাকি পাঁচজনকে আটক করেছে সংশ্লিষ্ট থানাগুলো।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, পীরগঞ্জ, বনানী, শাহবাগ, কায়েতটুলী, খিলগাঁও, উত্তরা, শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকা ও সংগঠনের দায়িত্বশীল নেতারা। গ্রেপ্তারদের কেউ সাবেক মেয়র, কেউ থানা সভাপতি বা সাংগঠনিক সম্পাদক, কেউ বা কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, এই বিশেষ অভিযানে সাধারণ মামলার আসামিদের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের ধরতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই অভিযান চলবে ৫ আগস্ট পর্যন্ত।
এদিকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় রাতভর অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে তল্লাশি ও গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহানারা আক্তার ও কলিয়া ইউনিয়নের সহসভাপতি আবদুল রশিদকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর এক ‘গোপন বৈঠক’-এর তথ্য পাওয়ার পর ২২ জনকে আগেই গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার বাইরেও অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করে ডিবি। এ ঘটনায় এখন পর্যন্ত মোট গ্রেপ্তার ২৬ জন।
রার/সা.এ
সর্বশেষ খবর