
প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়ক অবরোধ করে পথনাটক ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে এই কর্মসূচি পালিত হয়।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, নয় বছরে আটবার ডিপিপি পরিবর্তন করা হলেও এখন পর্যন্ত সামান্য অঙ্কের ডিপিপিও অনুমোদন করা হয়নি। দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনো সুফল না পাওয়ায় এবং সরকার আশ্বাস দিয়েও সর্বশেষ একনেক বৈঠকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম এজেন্ডাভুক্ত না করায় তারা হতাশ। এ অবস্থায় ২৬ জুলাই শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। সমস্ত শর্ত পূরণ ও প্রমাণক সরবরাহ করার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদন কেন হচ্ছে না, তা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষ হতাশ। দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে মাত্র ৫১৯ কোটি ১৫ লক্ষ টাকার বরাদ্দ প্রদান করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর