
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে লাকি সিং নামে এক কিশোরীর পা বিচ্ছিন্ন হয়েছে। সীমান্ত পিলার ৪২ ও ৪৩ এর মাঝামাঝি এলাকায় মাইন বিস্ফোরণের শিকার হন তিনি। আহত কিশোরী নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের সুমন কারবারির মেয়ে।
সোমবার ৪ আগস্ট সকালে ঘুমধুম নিকুছড়ি সীমান্তে মিয়ানমারের অনুপ্রবেশের সময় বাঁশ কোড়ল (বাঁশ গোড়ার কচি অংশ, যা সবজি হিসেবে খাওয়া যায়) কুড়াতে গিয়ে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ওই কিশোরীর বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সীমান্তবাসী ও গণমাধ্যমকর্মীরা জানান, সকালে নিকুছড়ি সীমান্ত দিয়ে ওপারে বাঁশ কোড়ল খুজতে গিয়েছিল ওই কিশোরী। পার হওয়ার সময় আরাকান আর্মি মাটির গভীরে পুঁতে রাখা স্থলমাইন বাম পা পড়লে মুহুর্তে বিস্ফোরিত হয়। এসময় ঘটনাস্থলে আহত হওয়া ওই কিশোরীকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইন বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর