
গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে স্বামী প্রকৌশলী শাহজাহান হোসেন (৪৫) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
আজ সোমবার (৪ আগস্ট) সকালে সাড়ে ১০ টায় পৌরসভার ছোট লতিফপুর এলাকায় মশিউরের ভাড়া বাসা থেকে পুলিশ প্রকৌশলীর লাশ উদ্ধার করে।
প্রকৌশলী শাহজাহান হোসেন গাজীপুর মহানগরের কাশিমপুর থানার এনায়েতপুর গ্রামের হাবিবুরের ছেলে। সে লতিফপুর এলাকায় স্থানীয় মশিউরের বাসায় পরিবারসহ ভাড়া থেকে কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকার নূরুল টেক্সটাইল কারখানায় মেইন্টেনেন্স সেকশনে চাকরি করতো।
নিহতের মামা শশুড় সোহেল ইমরান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, শাহজাহান হোসেন স্ত্রী সেলভিয়া এবং ১৫ ও ৮ বছরের দুই ছেলেকে নিয়ে দীর্ঘদিন যাবত লতিফপুর ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী উশৃঙ্খল চলাফেরা করতো এবং পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি শাহজাহান জানতে পেরে তাদের (স্বামী-স্ত্রীর) মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।
রবিবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তারা দুজনেই ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় না পেয়ে পাশের কক্ষে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে ছিটকানো লাগানো। পরে জানালা দিয়ে দেখেন তার স্বামী শাহজাহান হোসেন গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। স্ত্রী সেলভিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা খোলা অবস্থায় দেখতে পাই। তবে স্থানীয়রা বলেছে দরজা ভিতর থেকে লাগানো ছিল, পরে তারা খুলেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা এখনো বুঝা যাচ্ছে না। ময়না তদন্তের প্রতিবেদন (রিপোর্ট) হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলতে পারব।
কালিয়াকৈর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর