
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল রানা (২৫) নামের এক সিঙ্গাপুর প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি গত ১৫ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে দেশে ফিরে জুয়েল সখীপুর পৌর শহরে একটি বাসা ভাড়া নিয়েছিলেন। সোমবার বিকেলে সেই বাসায় ওঠার কথা ছিলো তাঁর। এই উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে জুয়েল তাঁর ঘরের আসবাবপত্র বের করছিলেন। এ সময় ঘরের টিনের বেড়ার সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত জুয়েলের বোন জামাই আশিক জানান, থাকার ঘরের টিনের বেড়া কখন বিদ্যুতায়িত হয়েছিল কেউ জানত না। ধারণা করা হচ্ছে আসবাবপত্র বের করার সময় ঘরের কোথাও তার ছিঁড়ে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, "হাসপাতালে নিয়ে আসার আগেই জুয়েলের মৃত্যু হয়েছে।"
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছাইদুর রহমান ভূঞা বলেন, "লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর