
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, মঈন উদ্দিন-ফখরুদ্দিন, শেখ হাসিনা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ত্রিপক্ষীয় ষড়যন্ত্রের মাধ্যমে ২০০৮ সালের সমঝোতার নির্বাচনে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল। সেই ষড়যন্ত্রের নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেটি আওয়ামী লীগের নয়, ছিল ভারতের একটি অঙ্গসংগঠনের সরকার।
জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীরের মর্যাদা প্রদানের দাবি জানিয়ে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে, এক মাসের আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র-জনতা শহীদ হয়েছেন। এটি কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, ছাত্রদের ডাকা এই আন্দোলনে রাজনৈতিক দলসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিল।
মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহজাহান, সেক্রেটারি খায়রুল ইসলাম ও সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল শহিদ প্রমুখ।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর