
‘রক্তে রচিত বন্ধন, লামায় প্রাণের স্পন্দন’—এই স্লোগানকে সামনে রেখে ‘রক্ত ঋণ’ ওয়েবসাইটের শুভ উদ্বোধন করা হয়েছে। লামা উপজেলা জুড়ে রক্তের জরুরি প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের পরিকল্পনায় এবং লামা আইসিটি অধিদপ্তরের বাস্তবায়নে ওয়েবসাইটটি যাত্রা শুরু করে।
মঙ্গলবার দুপুরে "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫" উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ওয়েবসাইটটির শুভ উদ্বোধন ঘোষণা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো: মঈন উদ্দিন।
‘রক্ত ঋণ’ ওয়েবসাইটের পরিকল্পনাকারী ও উপজেলা নির্বাহী অফিসার মো: মঈন উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যাঁরা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, তাঁদের ঋণ শোধ করা যাবে না। তাঁদের রক্তের প্রতি সম্মান জানিয়ে লামায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো অনলাইনভিত্তিক ব্লাড ব্যাংক "রক্ত ঋণ"। আপনারা যাঁরা রক্তদানে আগ্রহী, তাঁরা রেজিস্ট্রেশন করুন এবং যাঁদের রক্ত লাগবে, তাঁরা এই অনলাইনভিত্তিক ব্লাড ব্যাংক থেকে রক্তদাতা খুঁজে নিতে পারবেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো: মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান, আইসিটি কর্মকর্তা সুব্রত দাশ সহ প্রমুখ। এ ছাড়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা আইসিটি অফিসার এবং প্রজেক্ট লিড ও ডেভেলপার সুব্রত দাশ বলেন, লামা উপজেলার যেকোনো লোক এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। তাঁরা প্রয়োজনে রক্ত দেওয়া ও নেওয়ার সকল তথ্য এই ওয়েবসাইটে পাবেন। www.lamabloodbank.com এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করুন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর