
পিটার হাসের সঙ্গে বৈঠক নয়, কক্সবাজারে ঘুরতে গেছেন এনসিপি নেতারাবাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পাঁচ নেতা কক্সবাজারে গেছেন বলে গুঞ্জন ওঠে। তবে এনসিপির দাবি, কোনো রাজনৈতিক বৈঠকে অংশ নিতে নয়, দলের নেতারা কক্সবাজারে ঘুরতে গেছেন।
আজ মঙ্গলবার দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন সংবাদমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। কেন্দ্রীয় নেতারা সেখানে ঘুরতে গেছেন।’
কক্সবাজারে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী। তিনি মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব নিউজ ছড়ানো হচ্ছে তার পুরোটাই গুজব। আমরা এমন মিটিংয়ের বিষয়ে কিছুই জানি না।’
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিক খবরে দাবি করা হয়, কক্সবাজারে অবস্থান করছেন পিটার হাস। এনসিপির শীর্ষ পাঁচ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে গিয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও এ পাঁচ নেতা হলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, জেষ্ঠ্য যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ এ সফরে রয়েছেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর