
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তি শেষে বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কিছু আসন শূন্য রয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ মাইগ্রেশনের সিদ্ধান্ত নিয়েছে।
যেসব শিক্ষার্থীর অটো-মাইগ্রেশন চালু রয়েছে, তারা ৯ আগস্ট পর্যন্ত ৫০ টাকা ফি দিয়ে অনলাইনে এই প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ আবেদন না করলে, তাকে বর্তমান বিষয়ে আগ্রহী বলে ধরে নেওয়া হবে এবং মাইগ্রেশনে বিবেচনা করা হবে না।
মাইগ্রেশনের মাধ্যমে নতুন বিষয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পূর্ববর্তী বরাদ্দ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং সেই আসনে অন্য শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হবে। তবে যারা প্রথম পছন্দের বিষয় ইতোমধ্যে পেয়েছে বা কোটায় বিষয় বরাদ্দ পেয়েছে, তারা এই বিশেষ মাইগ্রেশনে অন্তর্ভুক্ত নয়।
বিশেষ মাইগ্রেশন শেষে যেসব আসন শূন্য থাকবে, সেখানে অপেক্ষমাণ মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর